ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: উপদেষ্টা আসিফ মাহমুদ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫০, জুলাই ৫, ২০২৫
জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: উপদেষ্টা আসিফ মাহমুদ 

ঢাকা: জুলাইতে শহীদ হতে না পারায় আফসোস করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (৪ জুলাই)  রাতে নিজের ফেসবুক আইডি থেকে তিনি লিখেছেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলো একজন।

এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা।  


জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না।
জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।

আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।  

"একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার"। ভুলে গেছেন?’

 

 

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।