ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

জাকারিয়া হোটেলে ভাঙচুর-নারীদের ওপর হামলা, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জুলাই ৫, ২০২৫
জাকারিয়া হোটেলে ভাঙচুর-নারীদের ওপর হামলা, গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর বনানী এলাকার জাকারিয়া হোটেলে দলবেঁধে প্রবেশ করে ভাঙচুর ও দুই নারীর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম স্যার মনির।

শনিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. এমদাদ বাংলানিউজকে বলেন, স্যার মনির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনার হোতা সেই মনির নয়। সিসি ফুটেজ দেখে এ স্যার মনিরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।  

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) রাতে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এ.কে খন্দকার রোডের বাড়ি নম্বর ৩৫ এর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে বনানী থানা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।  

বুধবার (২ জুলাই) হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে ভাঙচুর ও দুই নারীর ওপর হামলার ঘটনায় ৫ জনকে আসামি করে বনানী থানায় একটি মামলা হয়। এছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার বাদী হোটেল জাকারিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক এজাহারে উল্লেখ করে জানান, গত ৩০ জুন রাত ৮টা ৫ মিনিটে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া হোটেলে গিয়ে একটি ভিআইপি রুম ভাড়া নিতে চান। এ সময় সব ভিআইপি কক্ষে অতিথি থাকায় মনিরকে রুম দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।

পরবর্তীতে মনির হোসেন জাকারিয়া হোটেলের বারে বসে খাবার খান এবং মদপান করেন। খাবার শেষে স্থানীয় নেতা পরিচয় দিয়ে বিলে ডিসকাউন্ট দাবি করেন। হোটেল কর্তৃপক্ষ তাকে ডিসকাউন্ট দিয়ে বিল দেয়। বিল পরিশোধের পর তাকে ভিআইপি রুম না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জাকারিয়া হোটেল এবং বারের স্টাফদের দেখে নেওয়ার হুমকি-ধামকি দিয়ে চলে যান মনির।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।