রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে একটি কাভার্ড ভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালককে আটক হয়েছে। এ ছাড়া কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
এজেডএস/আরবি