ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

আগারগাঁওয়ে সড়কে বোমাসদৃশ বস্তু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, জুলাই ৮, ২০২৫
আগারগাঁওয়ে সড়কে বোমাসদৃশ বস্তু

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ও পরমাণু শক্তি কমিশনের মাঝের সড়কে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে।  

এটি ককটেল নাকি অন্য কিছু—তা নিশ্চিত হতে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, সংবাদ পাওয়ার পর জানতে পারি, সড়কের মাঝখানে বোমাসদৃশ একটি বস্তু পড়ে আছে। বিষয়টি যাচাইয়ে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এটি ককটেল নাকি অন্য কিছু, পরে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের সঙ্গে সঙ্গে ধোঁয়া দেখা যায়।

এ ঘটনায় দু’একজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।