ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

পটুয়াখালীর ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, জুলাই ৯, ২০২৫
পটুয়াখালীর ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ জেলার ইতিহাসে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতিপূর্বে এত পরিমাণ বৃষ্টি পটুয়াখালীতে হয়নি।  

এর আগে ২০২১ সালের জুলাই মাসের ২৭ তারিখ পটুয়াখালীতে একদিনে ২৫১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো।

মঙ্গলবার (৮ জুলাই) রাত নয়টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষক মোঃ রাহাত হোসেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য তৈরি হয়েছে। এর সঙ্গে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

টানা এক সপ্তাহের বৃষ্টিতে পটুয়াখালী পৌর শহরের তিতাস মোড়, সবুজবাগ, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে ডুবে গেছে অসংখ্য সড়ক। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে।

সবুজবাগ এলাকার বাসিন্দা মোসলেম মিয়া বলেন, টানা বৃষ্টিতে আমাদের এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। হাঁটাচলার অবস্থাও নেই।

জেলার গ্রামাঞ্চলেও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সদর উপজেলার বড় বিঘাই এলাকার বাসিন্দা রহিম সিকদার জানান, আমার একটি মাছের ঘের ও একটি পুকুর পানিতে তলিয়ে গেছে। অনেক মাছ ভেসে গেছে। বড় লোকসান হয়ে গেলো।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানানো হয়, উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। যে কোন সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় এলাকায়। এজন্য দেশের সকল সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো বা দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য এসব নদীবন্দরকে দুপুর ১টা পর্যন্ত ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালীতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পাশাপাশি অপরিকল্পিত দুর্বল অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার কারণে শহর ও গ্রামে ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।