রাজধানীর বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১০ জুলাই) র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (৯ জুলাই) রাতে বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মুত্তাজুল ইসলাম।
এমএমআই/এসআইএস