ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী কনসার্ট: স্লোগান ধরলেন আসিফ মাহমুদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, জুলাই ১৫, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী কনসার্ট: স্লোগান ধরলেন আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী কনসার্টে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

১৪ জুলাই শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত আন্দোলনকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী কনসার্ট চলছে।  

কনসার্টে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।

 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ১৪ জুলাইয়ের স্লোগান ধরেছেন।  

স্লোগানগুলোর মধ্যে রয়েছে,  'তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার', 'কে বলেছে, কে বলেছে; স্বৈরাচার, স্বৈরাচার', 'কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার, 'ইনকিলাব জিন্দাবাদ'।  

এসময় তিনি বলেন, স্বৈরাচারের সুপ্রিমেসির বিরুদ্ধে আমরা এখানে স্লোগান দিয়েছিলাম।  

এফএইচ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।