ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

মহাখালীতে পথশিশু ধর্ষণের অভিযোগে আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, জুলাই ১৫, ২০২৫
মহাখালীতে পথশিশু ধর্ষণের অভিযোগে আটক ১ পথশিশু ধর্ষণের অভিযোগে আটক আলামিন পুলিশ হেফাজতে।

ঢাকা: রাজধানীর মহাখালীতে নয় বছরের পথশিশু ধর্ষণের অভিযোগে আলামিনকে (২১) নামে একজনকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

ওসি রাসেল জানান, ঘটনার পরপরই আশেপাশে সিসিটিভি পর্যবেক্ষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে ওই শিশুকে গতকালকেই সে দেখেছে। একপর্যায়ে শিশুটিকে নানাভাবে ফুসলিয়ে মহাখালীর একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে।

আলামিনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে সে পেশায় হেলপার ছিল বলে জানা গেছে।

এর আগে সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার পরে মহাখালী এলাকায় ওই শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে লোকজন ওই শিশুটাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিসের সেন্টারে ভর্তি করে। বর্তমানে শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।