ঢাকা: মালয়েশিয়ায় সারের দাম বেড়ে গেছে। অন্য দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে সরকার।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, সারের দাম নিয়ে নয় ছয় ও ডিলারের লাইসেন্সের ক্ষেত্রে যারা ঝামেলা করেছে, তাদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেওয়া হবে। কৃষকদের জন্য সারের দাম নিয়ে কেউ যেন কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
তিনি আরও বলেন, এ বছর আলুর ন্যায্য দাম পায়নি কৃষকরা। ভবিষ্যতের কথা চিন্তা করে সারাদেশে ১০০ কোল্ড স্টোরেজ চালু করার কথা ভাবছে সরকার।
কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় মেশিনারিজ ক্রয়ে অনিয়ম হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে।
জিসিজি/আরবি