ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে: কৃষি উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জুলাই ২১, ২০২৫
দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে: কৃষি উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: মালয়েশিয়ায় সারের দাম বেড়ে গেছে। অন্য দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে সরকার।

আগামী নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সারের দাম নিয়ে নয় ছয় ও ডিলারের লাইসেন্সের ক্ষেত্রে যারা ঝামেলা করেছে, তাদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেওয়া হবে। কৃষকদের জন্য সারের দাম নিয়ে কেউ যেন কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।

তিনি আরও বলেন, এ বছর আলুর ন্যায্য দাম পায়নি কৃষকরা। ভবিষ্যতের কথা চিন্তা করে সারাদেশে ১০০ কোল্ড স্টোরেজ চালু করার কথা ভাবছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় মেশিনারিজ ক্রয়ে অনিয়ম হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে।

জিসিজি/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।