ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে মৃত্যু বেড়ে ৩, ভর্তি ৪৪

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, জুলাই ২১, ২০২৫
বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে মৃত্যু বেড়ে ৩, ভর্তি ৪৪ বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমান।

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৪৪ জন।

সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমান বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি সাত হাসপাতালে মোট ৮৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে নয়জন আইসিইউতে ভর্তি রয়েছেন।

তিনি আরও বলেন, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই শিশু। যারা আহত হয়েছে তাদের অধিকাংশই শিশু। এছাড়া আহতদের মধ্যে উদ্ধারকর্মী, দুইজন শিক্ষক ও স্টাফ রয়েছেন।

বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, নিহত ১৭ জন শিশুর মধ্যে সাতজন শিশু এতটাই পুড়েছে যে তাদের শনাক্ত করা যায়নি। তাদের দেহাবশেষ থেকে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে।

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।