ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য বিএনপির দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, জুলাই ২২, ২০২৫
বিমান দুর্ঘটনায় আহতদের জন্য বিএনপির দোয়া মাহফিল বিমান দুর্ঘটনায় আহতদের জন্য দোয়া মাহফিলে বিএনপির নেতারা

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একইসঙ্গে কার্যালয়ের সামনেই জাতীয়তাবাদী যুবদলের ব্যবস্থাপনায় চলতে থাকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে। শুধু দলের নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। সবাই স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছেন আহতদের চিকিৎসায় সহায়তা করার জন্য।

রক্তদাতা ও রক্ত সংগ্রহের সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে যুবদলের গঠিত ১০ সদস্যের একটি মেডিকেল টিম। তারা জানান, মূলত নেগেটিভ গ্রুপের রক্তই গ্রহণ করা হচ্ছে। কেউ দাতার তথ্য সংগ্রহ করছেন, কেউ রক্ত নিচ্ছেন এবং সবশেষে সেগুলো সরাসরি হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়ার কাজ করছেন।

দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতারা।  

এসবিডব্লিউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ