ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

জুলাই নিয়ে সত্য বয়ান নির্মাণ না করলে গল্পগুলো হারিয়ে যাবে: ফারুকী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, জুলাই ২৭, ২০২৫
জুলাই নিয়ে সত্য বয়ান নির্মাণ না করলে গল্পগুলো হারিয়ে যাবে: ফারুকী

জুলাই অভ্যুত্থান নিয়ে সত্য বয়ান নির্মাণ না করলে গল্পগুলো হারিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।  

রোববার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত প্রথম জুলাই অভ্যুত্থানের সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, জুলাইয়ে যা ঘটেছে, তাই সত্য। এই সত্য অবলম্বন করে আমরা বয়ান নির্মাণ না করলে গল্পগুলো হারিয়ে যাবে। ফলে জুলাইকে সামষ্টিক বয়ানে পরিণত করতে হবে।

ফারুকী বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ন্যারেটিভ তৈরির কাজগুলো আমরা সরকারের তরফ থেকে করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু সেগুলো মোটেও সরকারিভাবে নয়। আপনারা যদি আমাদের কাজগুলো দেখে থাকেন তাহলে আপনার এটি বুঝতে পারবেন।  

পরবর্তীতে যারা দেশ পরিচালনা করবেন তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, আমরা আমাদের কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। তবে অল্প সময়ে এত কাজ করা সম্ভব নয়। তাই আমি বিশ্বাস করি যে আমাদের পরে যারা আসবেন তারা এই কাজ চালিয়ে যাবেন।

অনুষ্ঠানে ‘লাল জুলাই’ মঞ্চ নাটকটি উপস্থাপন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

বিশেষ অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, জুলাই আমাদের সম্পদ। এই সম্পদ আমাদের সংরক্ষণ করতে হবে। জুলাইকে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক এবং একাডেমিসহ সব অঙ্গনে টিকিয়ে রাখতে হবে। জুলাই নিয়ে ন্যারেটিভ নির্মাণ করতে হবে এবং আরও প্রাসঙ্গিক করে তুলতে হবে। সেই প্রচেষ্টা থেকেই আজকের এই আয়োজন।

এফএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।