ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

সিদ্ধেশ্বরীতে সেই ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, আগস্ট ২, ২০২৫
সিদ্ধেশ্বরীতে সেই ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার গ্রেপ্তার রবিউল, বাঁ পাশে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজের ছবি। পিবিআই

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত গাড়ি থেকে এক নারীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তাকে প্রায় ২০ ফুট দূর পর্যন্ত টেনে নেওয়ার ঘটনায় জড়িত চাঞ্চল্যকর ছিনতাইকারী চক্রের মূল হোতা রবিউল গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিট (এসআইএন্ডও-দক্ষিণ)।

রবিউলের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও অপরাধে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।  

শনিবার (২ আগস্ট) সংবাদ সম্মেলনের সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরে পিবিআই। সংস্থাটি জানায়, ঘটনাটি ঘটে গত ২৬ এপ্রিল, ভোর ৫টা ৪৫ মিনিটে। গাজীপুরগামী বাস ধরার জন্য সিদ্ধেশ্বরী এলাকার গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই নারী। ঠিক সে সময়ই হঠাৎ করেই সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তার পাশে গতি কমিয়ে থামে। গাড়ির জানালা খুলে এক ছিনতাইকারী হাত বাড়িয়ে ভুক্তভোগীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দেন। কিন্তু ব্যাগটি হাতে শক্তভাবে ধরে ছিলেন ভুক্তভোগী। ফলে চলন্ত গাড়ির সঙ্গে তাকে প্রায় ১৫ থেকে ২০ ফুট দূর পর্যন্ত টেনে নেওয়া হয়। পরে ব্যাগটি হাত থেকে ছুটে গেলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় আশপাশে থাকা লোকজন দ্রুত এসে আহত নারীকে উদ্ধার করেন। তিনি গুরুতরভাবে আহত হলেও প্রাণে বেঁচে যান।

ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিট (এসআইএন্ডও- দক্ষিণ)। তদন্তে বেরিয়ে আসে, ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ও গাড়িচালিত ছিনতাইকারী চক্রের হোতা হলেন রবিউল (৩৩)। তিনি রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং ভুক্তভোগী নারীর দেওয়া বর্ণনার ভিত্তিতে রবিউলকে শনাক্ত করা হয়। এরপর রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

রবিউল আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, তিনি ও তার দুই সহযোগী প্রাইভেটকার নিয়ে প্রায় প্রতিদিনই ভোরবেলায় রাজধানীর বিভিন্ন সড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হতেন। তাদের লক্ষ্য থাকতো একা চলাফেরা করা পথচারী, বিশেষ করে নারী যাত্রী। ২৬ এপ্রিল সকালে সিদ্ধেশ্বরীর ঘটনাটি ছাড়াও সেদিন তারা একই কায়দায় রাজধানীর আরও অন্তত পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তদন্তে আরও উঠে এসেছে, এই চক্রটি রাজধানীতে এভাবে মোট ২৫ থেকে ৩০টি ছিনতাইয়ের ঘটনায় জড়িত।  

ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সুহৃদ দে জানান, ভুক্তভোগী নারী শারীরিকভাবে গুরুতর আহত হয়েছেন। তার হাত ও হাঁটুতে বড় ধরনের ক্ষত হয়েছে। রবিউলের গাড়ি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।