ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

‘হাসিনা পালায় না’ গেমে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ, উপভোগে দর্শনার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, আগস্ট ৫, ২০২৫
‘হাসিনা পালায় না’ গেমে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ, উপভোগে দর্শনার্থীরা ভিডিও গেমের মাধ্যমে শেখ হাসিনাকে ধাওয়া দিচ্ছেন দর্শনার্থীরা।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনা ও তার শীর্ষ নেতারা। সেই ঐতিহাসিক মুহূর্তের বর্ষপূর্তি উপলক্ষে এবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী আয়োজন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল থেকে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাটক এবং আলোচিত একটি প্রতীকী খেলা— ‘হাসিনা পালায় না’। এই গেমের মাধ্যমে দর্শনার্থীরা উপভোগ করছেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা।

‘হাসিনা পালায় না’ গেমে ধাওয়া করে আনন্দ নিচ্ছে দর্শনার্থীরা। গেমটিতে আগত দর্শনার্থীরা শেখ হাসিনাকে ভার্চুয়ালি ধাওয়া করার সুযোগ পাচ্ছেন।  

দর্শনার্থী মিজানুল ইসলাম বলেন, হাসিনা ৫ আগস্ট সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। সুযোগ পাই নাই সরাসরি ধাওয়া দিতে। এইখানে ভিডিও গেমের মাধ্যমে ধাওয়া দিতে পেরে আনন্দ পাচ্ছি।

এ ছাড়া গেম জোনে বাজানো হচ্ছে শেখ হাসিনার পুরনো বক্তব্য। এসব বক্তব্য ঘিরে দর্শনার্থীরা ব্যঙ্গ-বিদ্রুপ করছেন।

আরও এক দর্শনার্থী সুমাইয়া শহীদ বলেন, ক্ষমতায় থাকতে যা ইচ্ছে তাই বলতেন। তখন আমরা অনলাইনে সেগুলো নিয়েও হাসতে সাহস পেতাম না। এখন মানুষ খোলামেলা বিদ্রুপ করছে। এইটাই তার পতনের প্রকৃত প্রতিফলন।

গান, গেম আর জনতার অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে মানিক মিয়া অ্যাভিনিউ। রাজপথজুড়ে ছিল মানুষের ভিড়, স্লোগান, হাসি ও উদ্দীপনা। দর্শনার্থীদের উপস্থিতিতে রাজধানীর রাজপথ যেন হয়ে উঠেছে গণজাগরণের চিত্রপট।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। দেশের বিভিন্ন শিল্পীগোষ্ঠী পরিবেশন করছে জুলাই আন্দোলনভিত্তিক ও দেশাত্মবোধক গান। বিকেলে অনুষ্ঠানের মূল পর্বে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাঠ করবেন ‘জুলাই ঘোষণাপত্র’।

এমএমআই/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।