ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, আগস্ট ৭, ২০২৫
দক্ষিণ আফ্রিকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন আলোচনা সভা।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশনে জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন জানায়, আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ২০০ জন বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদ ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত ছবিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন শুরু হয়। এরপর জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা পাঠ করা হয়। এরপর  রাষ্ট্রপতি ও  প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে মূল আলোচনা শুরু হয়।

আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটির নাগরিকরা ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে করণীয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের গৃহীত জনকল্যাণকর বিভিন্ন উদ্যোগের তারা প্রশংসা করেন। আলোচনা শেষে সভাপতির বক্তব্য দিয়ে হাইকমিশনার শাহ আহমেদ শফি সভার সমাপ্তি ঘোষণা করেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের আলোকচিত্র, গ্রাফিতি ও প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের জন্য দোয়া করা হয়।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।