রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত পরিদর্শক আমীর হামজা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টাইফয়েডে আক্রান্ত তার মৃত্যু হয়।
আমীর হামজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু।
রাজউক চেয়ারম্যান বলেন, আমীর হামজার অকাল প্রয়াণে রাজউক পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারী শোকার্ত ও মর্মাহত। আমীর হামজার মৃত্যু রাজউক ও তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আমীর হামজা ২০২৪ সালের ২৫ জুন রাজউকে ইমারত পরিদর্শক পদে যোগদান করেন এবং জোন ৭-এ কর্মরত ছিলেন। রাজউকে কর্মরত অবস্থায় তিনি কর্তব্যপরায়ণতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এমজেএফ