রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তার পরনে কালো রঙের বোরকা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার পরপরই গাউছিয়া এক্সপ্রেস বাসের হেলপার মো. জীবন আহত নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, সকালে গাউছিয়া থেকে যাত্রী নিয়ে কাপ্তানবাজার এলাকায় আসার পর বাসচালক আকাশ তাকে ড্রাইভিং সিটে বসিয়ে বাইরে যান এবং সার্জেন্ট এলে বাস সরিয়ে ফেলতে বলেন। এরপর সার্জেন্টকে দেখে বাস চালানোর সময় ওই নারী হঠাৎ সামনে চলে এলে পাশের আরেকটি বাসচাপায় আহত হন তিনি।
ফারুক জানান, দুর্ঘটনার বিষয়ে হেলপার জীবনের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এজেডএস/আরবি