রাজধানীর আদাবর এলাকায় চাপাতির মুখে এক সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম কাউসার আলী, তিনি নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোর ৬টা ৪ মিনিটে শেখেরটেক তিন নম্বর রোডে তার চাচার বাসার সামনে এ ঘটনা ঘটে।
কাউসার আলী জানান, তিনি রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর স্টেশনে এসে পৌঁছান এবং সেখান থেকে সিএনজিতে চাচার বাসায় যাচ্ছিলেন। গেটের সামনে নেমে দরজায় নক করার সময় পিছন থেকে দুই জন ব্যক্তি রিকশা থেকে নেমে তার মুখ চেপে ধরে চাপাতি দেখিয়ে হুমকি দেয়। ছিনতাইকারীরা মোট চারজন ছিল—দুইজন তাকে ধরে রাখে, একজন রিকশায় বসে এবং আরেকজন চালক ছিল।
তিনি বলেন, ছিনতাইকারীরা বলে যা আছে সব দিয়ে দে, না হলে কোপ দেবে। ফোন দিতে চাইছিলাম না, কিন্তু তারা জোর করে নিয়ে যায়। মানিব্যাগ দিতে অস্বীকার করলে তারা আমাকে কোপ দিতে উদ্যত হয়, পরে জোর করে সেটিও নিয়ে যায়।
এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক কাউসার আলী।
অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি ভোরবেলায় ঘটেছে। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু ভোর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিল। সিসিটিভির ফুটেজ সঙ্গে সঙ্গে সংগ্রহ করা যায়নি। ভুক্তভোগীকে ফুটেজ সংগ্রহ করে দিতে বলেছি। তিনি ফুটেজ দিলে আমরা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেব।
এমএমআই/এমইউএম