ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

‘মানাসলু’ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী তমাল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, আগস্ট ১৬, ২০২৫
‘মানাসলু’ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী তমাল সংগৃহীত ফটো

পৃথিবীর সর্বোচ্চ অষ্টম পর্বত ‘মানাসলু’ জয়ের লক্ষ্যে অভিযানে যাচ্ছেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। তরুণ এই পর্বতারোহীর হাতে পতাকা তুলে দিয়েছেন প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার।

 

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অল্টিটউড হান্টার বিডি মাউন্টেইনিয়ারিং ক্লাব’ আয়োজিত অনুষ্ঠানে এ পতাকা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে তরুণ পর্বতারোহী জাতীয় পতাকা তুলে দিয়ে নিশাত মজুমদার বলেন, পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে ৪০ দিনের মধ্যে নেপালের পশ্চিম-মধ্য হিমালয়ের মানসিরি হিমাল রেঞ্জের মানাসলু পর্বতের সর্বোচ্চ শিখরে (৮ হাজার ১৬৩ মিটার) বাংলাদেশের পতাকা উড়াতে সক্ষম হবেন। এ অভিযানের কথা বাংলাদেশের তরুণ-তরুণীদের জানানোর জন্যই এই আয়োজন।

তিনি বলেন, পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল এরইমধ্যে দেশের পাহাড়গুলোতে ১৪ বছরের বেশি সময় নিয়মিত ট্রেকিং এবং গত কয়েকবছরে নিয়মিত হিমালয়ের অতি উচ্চতার ট্রেক আয়োজন ও পরিচালনা করেছেন।

তিনি ইতোমধ্যে ভারতের ‘নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেইনিয়ারিং’ থেকে পর্বতারোহণের প্রশিক্ষণ ও রক ক্লাইম্বিংয়ের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। এ ছাড়া পাঁচ হাজার থেকে ছয় হাজার মিটারের সাতটি পর্বত, ৬৫ হাজারের ওপরে দুটি পর্বতে সফলভাবে অভিযান করেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য আরোহণগুলোর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন পর্বত অভিযানে আরোহণ করেছেন ‘খাপু চুল্লি’ পর্বত। প্রথম বাংলাদেশি হিসেবে পদ্মা নদীর উৎস পর্বত ‘ভাগীরথী-২’ আরোহণ করেন। এ ছাড়া ভারতীয় হিমালয়ে ইন্দো-বাংলা অভিযানে অংশ নিয়েছেন। সর্বশেষ ২০২৪ সালে পৃথিবীর অন্যতম কঠিন ও কৌশলগত শৃঙ্গ ‘মাউন্ট আমা দাবলাম’ আরোহণ করেছেন।

এ অভিযানের পৃষ্ঠপোষকতায় রয়েছে ট্রেকিং এবং ক্লাইম্বিং এজেন্সি ও ক্লাব 'অল্টিটিউড হান্টার' এবং তমালের নিজস্ব অর্থায়ন। পৃথিবীর অস্টম সর্বোচ্চ পর্বত 'মানাসলু' অভিযান দিয়েই গোড়াপত্তন হতে যাচ্ছে বাংলাদেশের নতুন পর্বতারোহণ ক্লাব 'অলিল্টটিউভহান্টার বিডি'।

অনুষ্ঠানে তৌফিক আহমেদ তমাল বলেন, হিমালয়ের কারণে বাংলাদেশসহ আশপাশের দেশগুলোরনজমও উর্বর। সেই হিসাবে হিমালয় আহোরণে ঝোঁক থাকা উচিত ছিল, হিমালয়ের অবদানের কথা ধারণ করা উচিত ছিল, কিন্তু সেটা আমাদের মাঝে কম। আবার সরকার বা পৃষ্ঠপোষকের অভাব।

পর্বতারোহন প্রশিক্ষক মীর শামছুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অল্টিটিউড হান্টার বিডি ক্লাবের সভাপতি ফজলুর রহমান শামিম, অভিযাত্রী নিজাম উদ্দিন ও প্রশিক্ষক মহিউদ্দিন মাহি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অঞ্জুমান লায়লা নওশিন।

জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।