ঢাকা, বুধবার, ৪ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: ব্রিটিশ মেডিকেল টিমকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, আগস্ট ১৯, ২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি: ব্রিটিশ মেডিকেল টিমকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রেস উইং

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় এগিয়ে আসায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতকালে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর ব্রিটিশ সরকার নয় সদস্যের একটি চিকিৎসক দলকে ঢাকায় পাঠায়।  

ব্রিটিশ মেডিকেল টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। এত দ্রুত সব কিছু করা আমাদের পক্ষে সহজ ছিল না। এই ধরনের পরিস্থিতি সামলানোর দক্ষতা আমাদের ছিল না, আমরা আসলে বিশৃঙ্খলার মধ্যে ছিলাম।

ড. ইউনুস বলেন, আপনারা রোগীকে স্পর্শ করার আগেই আপনাদের উপস্থিতি জাতিকে স্বস্তি দিয়েছে। আমরা অত্যন্ত খুশি আপনারা সঠিক সময়ে এসেছেন। পুরো জাতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।

এ সময় একজন ব্রিটিশ চিকিৎসক বলেন, আমরা বাংলাদেশের মানুষের কষ্ট অনুভব করি।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ব্রিটিশ চিকিৎসকদের এই সফর তিনটি কারণে গুরুত্বপূর্ণ— জরুরি সহায়তা প্রদান, চিকিৎসা প্রোটোকল নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে সহায়তা করা।

প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি, তা জানতে চাই। বাংলাদেশ চায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মীরা ব্রিটিশ মেডিকেল টিমের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করুক এবং তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিক।

প্রধান উপদেষ্টা সুস্থ রোগীদের মানসিক স্বাস্থ্যসেবার ওপরও জোর দেন এবং ব্রিটিশ টিমকে কিছু ফলো-আপ কার্যক্রম নেওয়ার অনুরোধ করেন।

ব্রিটিশ চিকিৎসক দলটি আগামী ২৪ আগস্ট যুক্তরাজ্যে ফিরে যাবে। গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চিকিৎসক পাঠায় যুক্তরাজ্য।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।