ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

পেশাগত অধিকার ও শিক্ষার মানোন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, আগস্ট ২০, ২০২৫
পেশাগত অধিকার ও শিক্ষার মানোন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দাবি

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দাবি পেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। তারা জানায়, দাবিগুলোর মূল লক্ষ্য হলো, প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তোলা।

বুধবার (২০ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার নির্ধারিত ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রকৌশল খাতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ডভিত্তিক ভাগ করে নির্ধারণ এবং জনবল কাঠামোয় বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ রাখার প্রস্তাব করা হয়েছে।

বক্তারা জানান, উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করতে হবে। পাশাপাশি প্রকৌশল সংস্থার প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়ার দাবি উত্থাপন করা হয়েছে। মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে নিয়োগ ও পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবিও জানান তারা।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম ইংরেজিতে প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২ নিশ্চিত করা, ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন, কাঁচামালের সরবরাহ বৃদ্ধি এবং ভোকেশনাল শিক্ষায় ট্রেড ইন্সট্রাক্টরকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। বেসরকারি পলিটেকনিক ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানের মতো ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে কাঁচামাল, ভাতা ও প্রশিক্ষক ভাতা দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি এবং ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ঘোষিত ৬ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে ডিপ্লোমা সনদধারীদের জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আখেরুজ্জামান, সদস্যসচিব ইমাম উদ্দিন, সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকরা।

ডিএইচবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।