ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদে নতুন সচিব আবু তাহের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, আগস্ট ২১, ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদে নতুন সচিব আবু তাহের আবু তাহের মুহাম্মদ জাবের

অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতির পর তাকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আবু তাহের মুহাম্মদ জাবের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।