ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, আগস্ট ২১, ২০২৫
আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা): আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) সাবেক নেতা জুয়েল শিকদারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে গতকাল বুধবার গভীর রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাবেক ওই ছাত্রলীগ নেতা আশুলিয়ার বাড়ইপাড়ার পূর্বপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়।  

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।  

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান (ওসি) বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ছাত্র-জনতা হতাহতের মামলার আসামি। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।