ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, আগস্ট ২১, ২০২৫
কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৪-২৬ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ২৪ ২৫ ও ২৬ আগস্ট তিন দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা যে মানবিক বিপর্যয় ও জোনোসাইডের শিকার হয়েছে সেটি তাদের পক্ষে আন্তর্জাতিক ফোরামে আলোচনা সুযোগ কম। এই সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে তারা সেটি তুলে ধরতে পারবেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ২৫ তারিখ অংশ নেবেন।

অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে খুব সিরিয়াসলি দেখছে জানিয়ে তিনি বলেন, তাদের নিয়ে তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথমটি কক্সবাজারে, দ্বিতীয়টি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে ও পরেরটি কাতারের দোহায় অনুষ্ঠিত হবে।

কক্সবাজারের সম্মেলনে তাদের দেশে ফিরে যাওয়া, মানবিক সহায়তা কমে যাওয়ার বিষয়গুলো আলোচনা হবে।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ