ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরসহ দিনভর আলোচনায় যা ছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, আগস্ট ২১, ২০২৫
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরসহ দিনভর আলোচনায় যা ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

ঢাকা: ২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন হাইকোর্ট।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) হাইকোর্ট এ ঘোষণা দেন।

এছাড়া রাজস্ব খাত সংস্কারের অধ্যাদেশে বড় সংশোধন, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর ঢাকা সফর, বাংলাদেশ-পাকিস্তান ভিসা চুক্তির অনুমোদন, শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সুখরঞ্জন বালির অভিযোগ, সেনা প্রধানের চীন সফরসহ নানা ইস্যু ছিল দিন ভর আলোচনায়।

জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক বলে ঘোষণা হাইকোর্টের: 
 
২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তিন মাসের মধ্যে এ প্রতিবেদনকে জুলাই রেভ্যুলেশন, ২০২৪ হিসেবে গেজেট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের রিপোর্টে এক হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যার কথা উঠে আসে। যেহেতু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ প্রতিবেদন হয়েছে, তাই আমরা এটিকে ঐতিহাসিক প্রতিবেদন হিসেবে ঘোষণার জন্য আদালতে আবেদন করেছিলাম। আদালত এ নিয়ে রুল দিয়েছেন।

রাজস্ব খাত সংস্কারের অধ্যাদেশে বড় সংশোধন:

রাজস্ব খাতের সংস্কারের অধ্যাদেশে বড় সংশোধন আনা হয়েছে। আজ মোট ১১টি সংশোধন আনার প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হয়েছে। অন্যতম প্রধান সংশোধন হলো রাজস্ব নীতি বিভাগে রাজস্ব খাতের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাকে প্রধান করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দেওয়া হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফর:

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকা সফরের প্রথম দিনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (ডিসিসিআই) ডিসিসিআই সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বৈঠক  করেন। বৈঠকে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসায় দুই দেশের বাণিজ্য কার্যক্রম বেড়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

খাদ্য উপদেষ্টা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সুখরঞ্জন বালির:

এক যুগ আগে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে গুম হওয়া সুখরঞ্জন বালি ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।

আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করেন।

শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে সুখরঞ্জন বালি অভিযোগ করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ট্রাইব্যুনালের সাবেক বিচারক এটিএম ফজলে কবির, ট্রাইব্যুনালের সাবেক তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়াল প্রমুখ।

বাংলাদেশ-পাকিস্তান ভিসা চুক্তির অনুমোদন:

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা সংক্রান্ত একটি চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।  

আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ চুক্তির ফলে সরকারি এবং কূটনৈতিক পাসপোর্ট যারা হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে যারা পাকিস্তানে অফিসিয়াল বা কূটনৈতিক পাসপোর্ট ধারণ করছে তারাও বাংলাদেশ সফর করতে পারবেন।

চীন সফরে সেনাপ্রধান:

চীন সফরে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফিরে আসবেন।

টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।