ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

সিলেট সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার পণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, আগস্ট ২১, ২০২৫
সিলেট সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার পণ্য জব্দ জব্দ করা চোরাই পণ্য।

সিলেট: সিলেট সীমান্তে একদিকে যখন পাথর লুট ঠেকাতে ব্যস্ত যৌথবাহিনী। অন্যদিকে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা।

শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে আসছে বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে চার কোটি টাকার ভারতীয় এসব চোরাই পণ্য জব্দ করেছে সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।  

বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম পুঞ্জি, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ ও ডিবিরহাওর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মেহেদি, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করা হয়।  

এছাড়াও সেনাবাহিনীর সহায়তায় একটি বিশেষ টহলদল গোয়াইনঘাটের নন্দীগ্রামে ভারতীয় জিরা, কাভেরী মেহেদি, কিটক্যাট চকলেট, পিকআপ, ডাম্পার ও ট্রাক আটক করে।

তবে, অভিযান দেখে চোরাকারবারিরা সটকে পড়ে বলে জানায় বিজিবি। অভিযানে জব্দ পণ্যের আনুমানিক মূল্য চার কোটি ৫৭ লাখ ৩ হাজার ৫৩০ টাকা বলে জানান সংশ্লিষ্টরা। জব্দকৃত মালামালগুলো আইনি প্রক্রিয়া মেনে নিলামের ব্যবস্থা করা নেওয়া বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।