ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

অটোরিকশা থামিয়ে ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, আগস্ট ২১, ২০২৫
অটোরিকশা থামিয়ে ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার থামিয়ে ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি-তেজগাঁও বিভাগ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম (৪৭), মো. মিজানুর রহমান (৪৫) এবং মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)।

গত ১৬ আগস্ট শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি অভিযোগে বলা হয়, রাজশাহী থেকে ঢাকার টেকনিক্যাল বাসস্ট্যান্ডে আগত একজন যাত্রী সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যের উদ্দেশে রওনা হন। জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে পৌঁছানোর পর অটোরিকশার চালক অটোরিকশা বন্ধ করে দিয়ে গাড়ি নষ্টের কথা বলে সময়ক্ষেপণ করেন।

এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা তিনজন ছিনতাইকারী অটোরিকশাচালকের সহযোগিতায় যাত্রীর গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, দুটি মোবাইল ফোন এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করে। ছিনতাইকারীরা অতিরিক্ত টাকার জন্য যাত্রীকে মারধর ও চাপ প্রয়োগ করলে তিনি পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও টাকা এনে দিতে বাধ্য হন। পরে ছিনতাইকারীরা তাকে আগারগাঁও এলাকায় ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

এমন অভিযোগের ভিত্তিতে ডিবি-তেজগাঁও ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, এই ছিনতাইয়ের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত, যারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। শেরেবাংলা নগর থানায় এই চক্রের বিরুদ্ধে তিনটি মামলা রুজু হয়েছে। ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা ও এর চালককে শনাক্ত করে।

বৃহস্পতিবার ভোরে গাবতলী টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে চালক মো. জাকির হোসেনকে অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ছিনতাই চক্রের অপর সদস্যরা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা এলাকায় ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছে। ডিবির একটি দল যাত্রীবেশে অটোরিকশায় উঠে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা দেয়। সেখানে পৌঁছে চালক গাড়ির স্টার্ট বন্ধ করলে ছিনতাই চক্রের বাকি তিন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির কাছে আসে। ডিবির সদস্যরা তৎক্ষণাৎ অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম ও মো. মিজানুর রহমানকে অস্ত্রসহ গ্রেপ্তার করলেও অপর আসামি মো. হাফিজুল ইসলাম কৌশলে পালিয়ে যান।

পরে আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের অপর সদস্য মো. হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারীদের হেফাজত থেকে তিনটি ছুরি, দুটি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং একটি অটোরিকশা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  

এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।