ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধ শেষ করা এবং সেখানে আটক সব জিম্মিকে মুক্ত করার জন্য তিনি আলোচনার নির্দেশ দিয়েছেন। তবে শর্ত হলো—এই আলোচনার ফল যেন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হয়।
নেতানিয়াহু বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাদের বলেন, তার মন্ত্রিসভা উত্তর গাজার ভূখণ্ডে গাজা সিটিতে ব্যাপক আক্রমণের পরিকল্পনাও অনুমোদন করেছে, যদিও আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে এর ব্যাপক বিরোধিতা রয়েছে।
হামাস সোমবার কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের তৈরি একটি প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হবে এবং কাতারের মতে গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়া হবে।
কিন্তু প্রথমবার প্রতিক্রিয়া জানিয়ে নেতানিয়াহু আলোচনার টেবিলে থাকা চুক্তি মেনে নেননি।
ইসরায়েলি গণমাধ্যমে এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আলোচনার নতুন স্থান নির্ধারিত হলে আলোচক দল পাঠানো হবে।
বৃহস্পতিবার রাতে ইসরায়েলে গাজা ডিভিশনের সদর দপ্তরে সফরকালে দেওয়া এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, তিনি অবিলম্বে আমাদের সব জিম্মিকে মুক্ত করার জন্য আলোচনার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আমি গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়া এবং হামাসকে পরাজিত করার জন্য আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) পরিকল্পনা অনুমোদন করতে এসেছি।
ইসরায়েলি কর্মকর্তারা এই সপ্তাহে বারবার এমন এক যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করেছেন, যেখানে কেবল আংশিক জিম্মি মুক্তির কথা বলা হয়েছে।
আরএইচ