রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছয়টি সামুরাই ও একটি ডেগার উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মিরাজ হোসেন (২০), সেলিম হোসেন (৩০) ও শায়োন মিয়া (২২)।
বুধবার (২৭ আগস্ট) র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু জানান, মঙ্গলবার রাতে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, চাপাতি, সামুরাই, চাকুসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে পথচারীদের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএমআই/এএটি