ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিএসসি প্রকৌশলী–ডিপ্লোমাধারীদের দাবি নিয়ে বৈঠকে কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, আগস্ট ২৮, ২০২৫
বিএসসি প্রকৌশলী–ডিপ্লোমাধারীদের দাবি নিয়ে বৈঠকে কমিটি বুধবার প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: জি এম মুজিবুর

বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমাধারীদের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির সভা বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪তলায় অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে।

পরে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করবেন।

বিএসসি প্রকৌশলো ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি নিয়ে আন্দোলনে বুধবার পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের দাবি নিয়ে সরকার কমিটি গঠন করেছে।

এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।