ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, আগস্ট ২৮, ২০২৫
রাজধানীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট) বিকেলে কদমতলী থানার রহমতবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়া বাসায় অবস্থানকারী অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. শুকুর হোসেন (৪২) ও ভাড়াটিয়া মো. বাচ্চু মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

অভিযানে প্রথমে বাচ্চু মিয়াকে আটক করে র‌্যাব সদস্যরা। তার কাছ থেকে ৯৬টি ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে শুক্কুর পালানোর চেষ্টা করলে ছাদ ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়। তার শপিং ব্যাগ থেকে লোড করা অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব প্রধান জানান, উদ্ধার অস্ত্রের মধ্যে একটি পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র। সেটির সিরিয়াল নম্বর ঘঁষে ফেলা ও বাট পরিবর্তনের মাধ্যমে শনাক্ত এড়ানোর চেষ্টা করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। শুক্কুরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত ৪টি মামলা রয়েছে এবং সে আগেও চারবার গ্রেপ্তার হয়েছিল। অন্যদিকে বাচ্চু মিয়ার বিরুদ্ধেও মাদক সংক্রান্ত ২টি মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।