গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া এলাকায় কমলা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যার পর মাটি চাপা দেওয়ার অভিযোগে আশিক মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আশিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আশিক মিয়া স্থানীয় হামিদ মিয়ার ছেলে। নিহত কমলা বেগম একই এলাকার কদম আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৯ আগস্ট) ভোরে বাড়ির পাশে তাল কুড়াতে বের হন কমলা বেগম। দুপুরে স্বামী কদম আলী বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের জঙ্গলে নতুন মাটি খোঁড়া অবস্থায় সন্দেহ হলে স্থানীয়রা সেখানে খনন করে। এসময় মাটিচাপা অবস্থায় গলাকাটা লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর পরদিন শনিবার দুপুরে আশিক মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, তাল কুড়ানোকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। ভোরে কমলা বেগম আশিকের কুড়িয়ে রাখা তাল নিতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিক ক্ষিপ্ত হয়ে প্রথমে হাতুড়ি দিয়ে আঘাত করে, পরে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাটি গোপন করতে লাশ মাটি চাপা দেয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক একাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানান ওসি।
আরএস/এমজে