রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সংঘাতের সংবাদ লাইভ সম্প্রচারের সময় ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, নাইমুর রহমান দুর্জয় এখন শঙ্কামুক্ত।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সংঘাতের সংবাদ লাইভ সম্প্রচারের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সরাসরি সম্প্রচারের সময় ইটের আঘাতে আহত হন তিনি। তার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে।
এনডি