মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের প্রবর্তক গোলামুর রহমান মাইজভান্ডারীর (বাবাভান্ডারী) নাতি এবং গাউছে জামান সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর জ্যেষ্ঠ সন্তান শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী।
রোববার (৩১ আগস্ট) এক শোকবার্তায় তিনি বলেন, ‘তরিকতের প্রচার-প্রসার ও মানবকল্যাণে সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী ছিলেন নিবেদিতপ্রাণ।
তিনি জানান, রোববার সকাল ১০টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত-অনুরক্ত রেখে গেছেন।