ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দক্ষিণখানে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, সেপ্টেম্বর ২, ২০২৫
দক্ষিণখানে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

রাজধানীর দক্ষিণখান থানার দেওয়ানবাড়ী এলাকায় তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আকলিমার মেয়ে শেখ সাইরী জানান, দক্ষিণখানের দেওয়ানবাড়ী পাকারমাথা এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলায় তারা ভাড়া থাকেন। তার মা আকলিমার উত্তরায় একটি কাপড়ের দোকান ছিল। অনেক আগেই বাবার সঙ্গে তার মায়ের বিচ্ছেদ ঘটে।

তিনি আরও জানান, কয়েক বছর আগে আকলিমা মাসুদ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের পর মাসুদকে নিজের অর্থে বিদেশ (দুবাই) পাঠান তিনি। কিন্তু সেখানে গিয়ে মাসুদ তার মাকে অবহেলা করতে শুরু করেন এবং নিয়মিত খরচ-পত্র পাঠাতেন না। এ নিয়ে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। অবশেষে ৪-৫ মাস আগে মাসুদ দেশে ফিরলে আকলিমা তাকে তালাক দেন।

সাইরীর ভাষ্য অনুযায়ী, এই পারিবারিক বিরোধের জেরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাসুদ আকলিমার বাসায় এসে মাথা ও দুই হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় আকলিমাকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতাল এবং পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত অবস্থায় স্বজনরা আকলিমাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আকলিমা আক্তারের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। এ ঘটনায় দক্ষিণখান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।