ঢাকা: বাংলাদেশে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি ও বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য নতুন একটি নাগরিক উদ্যোগ ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ (Bangladesh Reform Watch) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের এক হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মের কার্যক্রম ঘোষণা করা হয়।
এ উদ্যোগের পেছনে রয়েছে নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশ। তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে না, এর সুনির্দিষ্ট অগ্রগতি ও বাস্তবায়ন যাতে দৃশ্যমান হয়, তা পর্যবেক্ষণ করাই হবে রিফর্ম ওয়াচের মূল লক্ষ্য।
নাগরিক কণ্ঠস্বরের ওপর গুরুত্ব
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য উদ্বোধনী বক্তব্যে বলেন,
সক্রিয় নাগরিক কণ্ঠস্বর ছাড়া কোনো সংস্কার উদ্যোগ কার্যকর বা টেকসই হতে পারে না। শুধু রিপোর্ট তৈরি করলেই হবে না; বাস্তবায়নের ক্ষেত্রেও কঠোর নজরদারি দরকার।
তিনি আরও উল্লেখ করেন, দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় চলমান পরিবর্তনগুলো যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী বাস্তবে প্রতিফলিত হয়, সেটিই হবে এ প্ল্যাটফর্মের কাজ।
সংশয় ও প্রত্যাশা
উদ্বোধনী অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, বলেন, সংস্কার প্রক্রিয়া চলছে, তবে এটি কোথায় গিয়ে পৌঁছাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই নাগরিক পর্যায়ের নজরদারি ও জবাবদিহিতা অত্যন্ত জরুরি।
অন্যদিকে অধ্যাপক রেহমান সোবহান, সিপিডির চেয়ারম্যান, মন্তব্য করেন, শুধু দস্তখত বা আনুষ্ঠানিক ঘোষণা নয়; প্রকৃত অর্থে পরিবর্তন আনতে হলে কার্যকর পরিকল্পনা ও দৃঢ় মনিটরিং প্রয়োজন।
বাংলাদেশ রিফর্ম ওয়াচ প্রতি ত্রৈমাসিকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ পর্যালোচনা করবে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ,নির্বাচনকালীন কার্যক্রম এবং নির্বাচনের পর সংস্কারের বাস্তবায়ন এসব বিষয়ে নিয়মিত প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশ করবে।
বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় নাগরিক অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করার এক নতুন দিগন্ত উন্মোচন করল বাংলাদেশ রিফর্ম ওয়াচ। অংশগ্রহণকারীদের মতে, এ উদ্যোগ সফল হলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কারে জনআস্থা বাড়বে এবং সংস্কার প্রক্রিয়া টেকসই রূপ পাবে।
এসআই