ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নুরের ওপর হামলার প্রতিবাদ ও জাপা নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, সেপ্টেম্বর ৩, ২০২৫
নুরের ওপর হামলার প্রতিবাদ ও জাপা নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ  ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজয় নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পল্টন মোড়ে যান।

এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে। এ সময় চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।  

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের নেতারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।  

তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপা গাছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।