ঢাকা: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান-এমডিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের নির্ধারিত ব্যয়ের চেয়ে পাঁচ গুণ অতিরিক্ত টাকা আত্মসাত করেছেন অভিযোগে এ মামলার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), পরিচালকসহ অন্যান্য আসামিরা বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করেছেন। তারা বায়রার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে বিগত সরকার দলের বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে সরকার কর্তৃক নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পাঁচ গুণ টাকা বেশি হাতিয়ে নিয়েছেন। এক্ষেত্রে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বাছাই ও অর্থ সংশ্লিষ্ট শর্তাদি এড়িয়ে জনশক্তি পাঠান তারা।
আসামিরা দণ্ডবিধির ১২০(বি) ১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/৪২০/৪০৯ ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় ১৩টি পৃথক পৃথক নিয়মিত মামলা দায়েরের কমিশন কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ১২টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ ৩৩ জনের বিরুদ্ধে এক হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সব মিলিয়ে মোট ২৫টি পৃথক মামলা হয়েছে, যাতে আসামি ৬৪ জন এবং মোট আত্মসাৎকৃত অর্থের পরিমাণ দুই হাজার ২৮৮ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
এসএমএকে/জেএইচ