পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতির আশ্রয়ে নিজে লাভবান এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে ১০টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় করে সরকারের ৩২২ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার টাকার ক্ষতি সাধন করায় বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামানসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা, জাল-জালিয়াতির আশ্রয়ে নিজে লাভবান এবং অন্যকে লাভবান করার হীন উদ্দেশ্যে ১০টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় সংক্রান্তে টেন্ডারের স্পেসিফিকেশন ও সম্পাদিত ক্রয় চুক্তি লঙ্ঘন করে লোকোমোটিভ ইঞ্জিনের কতিপয় ক্যাপিটাল কম্পোনেন্টস পরিবর্তন এবং বিএসআই সনদ ব্যতীত লোকোমোটিভ ইঞ্জিনগুলো স্পেসিফিকেশন ও চুক্তি অনুযায়ী সঠিক হিসেবে উপস্থাপন এবং নিয়োগকৃত তদারককারী প্রতিষ্ঠানের মতামত ছাড়াই ক্রয় ও ক্রয়কৃত ইঞ্জিনগুলোর যন্ত্রাংশ চুক্তিবদ্ধ স্পেসিফিকেশন মোতাবেক না হওয়া সত্ত্বেও সঠিক মর্মে গ্রহণ করে ১ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ১৯২ টাকা আত্মসাৎ এবং উক্ত নিম্নমানের লোকোমোটিভ ইঞ্জিন দ্রব্য করে সরকারের ৩২২ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার টাকার ক্ষতি সাধন এ দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭সালের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার আসামিরা হলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মজুরুল আলম চৌধুরী এবং সাবেক এডিজি/ডেভেলপমেন্ট মোহাম্মদ হাসান মনসুর।
এসএমএকে/এমজেএফ