গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে Dr. CHONG SI JACK বাংলাদেশে এসে পৌঁছেছেন।
ইতোমধ্যে তিনি চিকিৎসাধীন দগ্ধ ফায়ার ফাইটার কর্মীদের দেখেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাত সাড়ে ১১টায় ইনস্টিটিউটের পরিচালক এবং চিকিৎসকদের সঙ্গে Dr. CHONG SI JACK দগ্ধদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। এরপর তিনি চিকিৎসাধীন দগ্ধদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন তিনি।
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন ফায়ার সার্ভিসের দুই সদস্য, কর্মকর্তা জান্নাতুল নাঈম ও ফায়ার ফাইটার মো. নুরুল হুদা। এদের মধ্যে শামীম আহমেদ রাসে একজন চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় দগ্ধ জান্নাতুল নাঈম ও নুরুল হুদা নামে আরও দুইজন ফায়ার সদস্য মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া অপর ফায়ার ফাইটার জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এজেডএস/আরএ