ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রিজার্ভ চুরি: পর্যালোচনা কমিটির সুপারিশ দাখিলের মেয়াদ বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, সেপ্টেম্বর ২৪, ২০২৫
রিজার্ভ চুরি: পর্যালোচনা কমিটির সুপারিশ দাখিলের মেয়াদ বাড়ল

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পর্যালোচনা কমিটির সুপারিশ দাখিলের মেয়াদ বাড়ানো হয়েছে।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয়ের পর্যালোচনা ১১ মার্চ পর্যালোচনা কমিটি গঠন করে সরকার।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয়ের পর্যালোচনা কমিটির সুপারিশ দাখিলের লক্ষে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে ছয় সদস্যদের কমিটি গঠন করা হয়।

কমিটির কর্মপরিধিত বলা হয়েছিল, কমিটি ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা, এ ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ করবে।

এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ