ঢাকা, বুধবার, ১৩ কার্তিক ১৪৩২, ২৯ অক্টোবর ২০২৫, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে হজযাত্রী নিবন্ধন করা যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, অক্টোবর ৭, ২০২৫
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে হজযাত্রী নিবন্ধন করা যাবে

হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজযাত্রী নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।  

এতে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।  

সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ২০২৬ সালের ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হবে।  

এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।