পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল চুরির অভিযোগে চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল রেলভবন, রাজশাহী এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অভিযান পরিচালিত হচ্ছে।
বুধবার (০৮ অক্টোবর) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, সরকারি মালিকানাধীন তেলের ডিপো থেকে প্রায় পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল চুরি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, চট্টগ্রামে এ অভিযান পরিচালনা করছে দুদক। সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে।
এদিকে বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চলের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল রেলভবন, রাজশাহীতে অভিযান চলছে। সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে।
এছাড়া নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালিত হচ্ছে। সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানগুলো শেষে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
এসএমএকে/আরএ