ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে চাই, অবহেলা মানা হবে না: এনবিআর চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, অক্টোবর ৮, ২০২৫
ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে চাই, অবহেলা মানা হবে না: এনবিআর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান

ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে চান উল্লেখ করে এ বিষয়ে কোনো অবহেলা মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেছেন, রাজস্ব আদায়ই আমাদের মূল কথা নয়।

আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্ট করতে চাই। এক্ষেত্রে কোনো অবহেলা মানা হবে না।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংস্থাটির উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুর রহমান খান এ কথা বলেন। অনুষ্ঠানে অংশীজন ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতারা।

বিদেশি বিনিয়োগকারীরা রাজস্ব দেওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায়ে যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলো মন খুলে বলতে বলেন এনবিআর চেয়ারম্যান। তবে অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত আছেন বিধায় সেদিকেও খেয়াল রাখার কথা বলেন তিনি।

এনবিআরের কোনো অফিসার অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, আইনের ব্যাখ্যা দেওয়ার পরও কোনো কর্মকর্তা যদি না মানতে চান, অন্যায়ভাবে ভ্যাট আদায় করেন তাহলে তার নির্দেশনা মানবেন না। প্রয়োজনে তার বিরুদ্ধে অভিযোগ করবেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় আমাদের মূল কথা নয়। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্ট করতে চাই। এক্ষেত্রে কোনো অবহেলা মানা হবে না।

‘এখানে (এনবিআর) অনেক বেশি মাথা হয়ে গেছে। যার কাজ তার কাছে সমস্যার সমাধানের জন্য গেলে আরেকজনের কাছে পাঠানো হয়; পিলো পাস হয়। এটা দূর করতে হবে’, যোগ করেন আবদুর রহমান খান।

জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।