ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘মন্ত্রীরা ঘাতক ড্রাইভারদের পক্ষে অবস্থান নিচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, জানুয়ারি ১৪, ২০১৫
‘মন্ত্রীরা ঘাতক ড্রাইভারদের পক্ষে অবস্থান নিচ্ছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মন্ত্রীরা ঘাতক ড্রাইভারদের পক্ষে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে এ সময়ে তিনি কোনো মন্ত্রীর নাম উল্লেখ করেন নি।


 
বুধবার দুপুরে (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমাদের মন্ত্রীরা ঘাতক ড্রাইভারদের পক্ষে ওকালতি করছেন। প্রশাসনে তদবির সংস্কৃতি কমলে সড়ক দুর্ঘটনাও কমবে।

সরাসরি কোনো মন্ত্রীর নাম না উচ্চারণ করে তথ্যমন্ত্রী বলেন, কোনোরকম সমিতিবাজি করা যাবে না। সমিতিবাজি বন্ধ না হলে সড়ক দুর্ঘটনাও কমবে না।
 
মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামছে, যোগ্যতা না থাকলেও গাড়ির চালক হয়ে যাচ্ছেন কেউ কেউ। দুর্নীতির কারণে এসব হচ্ছে। তদবির আর দুর্নীতির কারণে দেশে সড়ক দুর্ঘটনা কমছে না।
 
যাত্রী কল্যাণ সমিতির চেয়ারম্যান শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আবদুল কাইয়ূম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রাজিব মীর, বাংলাদেশ নাগরিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমুখ।

বাংলাদেশ সময: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।