ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিকলীতে দাওয়াত খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জানুয়ারি ১০, ২০১৫
নিকলীতে দাওয়াত খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে ২৬ জনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।



এলাকাবাসী জানায়, শুক্রবার উপজেলা সদরের পূর্বগ্রাম এলাকার কুদরত আলীর ছেলে‍ মোছা খাঁনের সঙ্গে একই উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের রইছউদ্দিনের মেয়ে রোজিনা আক্তারের বিয়ে হয়। বিকেলে মেয়ে বাড়িতে তিন শতাধিক মেহমান দাওয়াত খান।

শনিবার সকাল থেকে লোকজন পেটে ব্যথা, বমি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসতে থাকেন। বিকেল ৫টা পর্যন্ত শতাধিক রোগীকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে বিল্লাল মিয়া, নুরজাহান, মীম আক্তার, পূরবী বেগম, হাছান মেম্বার, আকলিমা, রৌশনা আক্তার, বজ আলী, শিপলু আক্তার ও নাজনীন বেগমসহ ২৬ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ বাংলানিউজকে জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।