ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পীরজঙ্গি মাজারে অর্ধ ডজন ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, জানুয়ারি ১০, ২০১৫
পীরজঙ্গি মাজারে অর্ধ ডজন ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: বিএনপি সহ ২০ দলীয় জোটের ডাকা অবরোধের ষষ্ঠ দিন শনিবার রাতে রাজধানীর কমলাপুরের পীর জঙ্গি মাজার এলাকায় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বত্তরা।

রাত পৌনে আটটায় দশ বারোজন যুবক অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে পরপর ছয়টি ককটেল ফাটিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করে বলে জানান, কমলাপুর রেলওয়ে থানার (ওসি) আব্দুল মজিদ।

এ ঘটনায় কেউ হতাহত বা কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, ৫ জানুয়ারি খালেদা জিয়াকে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হতে না দেয়া এবং রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশ হতে না দেয়ার প্রতিবাদে ওই দিন বিকেল থেকেই সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার অবরোধের ষষ্ঠ দিন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।