ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টেকনাফ সীমান্তে ৩২ হাজার পিস ইয়াবা জব্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জানুয়ারি ১০, ২০১৫
টেকনাফ সীমান্তে ৩২ হাজার পিস ইয়াবা জব্ধ ছবি: প্রতীকী

ঢাকা: কক্সবাজারের টেকনাফ উপজেলার গন্ধম সীমান্ত এলাকা থেকে ৩২ হাজার পিস ইয়াবা জব্ধ করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্ধ করা হয়।



বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. মহসীন রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফের গন্ধম সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা জব্ধ করা হয়। বাংলাদেশি টাকায় এসব ইয়াবার মূল্য প্রায় ৯৬ লাখ টাকা।

তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মহসীন রেজা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।