ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে বাসে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জানুয়ারি ১০, ২০১৫
ধামরাইয়ে বাসে আগুন ফাইল ফটো

ধামরাই: ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। তবে এতে কেউ হতাহত হননি।



শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে মানিকগঞ্জগামী জনসেবা পরিবহনের বাসে আগুন দেয় অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মহাসড়কের সূতিপাড়া এলাকায় পৌছলে কয়েকজন তরুণ যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রায় আধাঘণ্টা পর ধামরাই ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, তারা খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।