ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুই শিশু হত্যায় হাইকোর্টে দু’জনের ফাঁসি বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, জানুয়ারি ১৩, ২০১৫
দুই শিশু হত্যায় হাইকোর্টে দু’জনের ফাঁসি বহাল

ঢাকা: রাজধানীর নয়াটোলায় দুই শিশু হত্যায় বিচারিক আদালতের দেওয়া দুই আসামির ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।  
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ মামলায় রায় ঘোষণা করেন বিচারপতি শহিদুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন খবির উদ্দিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী।
 
রায়ের পরে খবির উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, নয়াটোলার দুই শিশু হত্যায় আসামি লিটন ও রঞ্জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

তিনি জানান, রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকায় ২০০৮ সালের ২৯ এপ্রিল জুয়েল (১০) ও বিপ্লব (৭) হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে হারিয়ে যাওয়ার দুইদিন পর ওই এলাকার একটি পরিত্যক্ত ভবনে তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ওই বছরের ১ মে জুয়েলের বাবা আলাল উদ্দিন রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এক মাস পরে লিটন ওরফে কসাই লিটন এবং রঞ্জনকে আটক করে পুলিশ।

২০০৯ সালের ৫ আগস্ট শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন।

বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করলে জেল আপিল ও মৃত্যুদণ্ডাদেশের অনুমতির শুনানি করে মঙ্গলবার এ রায় দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।